আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আইফোন ১৭ সিরিজের উদ্বোধন শেষ হতে না হতেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন—এবার আলোচনায় আইফোন ১৮।

 

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছেন, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট আকারে আসতে পারে। তবে বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি থাকছে না এই সিরিজে।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। ধারণা করা হয়েছিল, আইফোন ১৭ প্রো মডেলেই এটি ছোট হবে, তবে সেই পরিবর্তন হয়নি। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ সিরিজেই অবশেষে আনা হতে পারে এ পরিবর্তন। অনেকেই এটিকে ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে দেখছেন।

 

আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। আইফোন ১৬ প্রো ও ১৭ প্রো নিয়েও এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তিটি এখনো বাজারের জন্য প্রস্তুত নয়। ফলে ফিচারটি হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে।

 

অর্থাৎ, আইফোন ১৮ সিরিজে এখনও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে, তবে সেটি থাকবে ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরে।

 

উল্লেখ্য, উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু ফিচার সঠিকভাবে ফাঁস করলেও, আইফোন ১৭ সংক্রান্ত কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

 

আইফোন ১৮ সিরিজ বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। ফলে আগামী মাসগুলোতে আরও নানা ফিচার ও গুঞ্জন সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ তামিমের, জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা

» নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না : ফারুক

» একনলা বন্দুক উদ্ধার

» আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

» মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তুরস্ক?

» ডিসি-এসপি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের: রিজভী

» দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

» জমি বিরোধের জেরে যুবককে হত্যা

» সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী গ্রেফতার

» ‘আন্ধার’-এ জুটি বাঁধছেন সিয়াম-সাবিলা নূর!

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আইফোন ১৭ সিরিজের উদ্বোধন শেষ হতে না হতেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন—এবার আলোচনায় আইফোন ১৮।

 

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছেন, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট আকারে আসতে পারে। তবে বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি থাকছে না এই সিরিজে।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। ধারণা করা হয়েছিল, আইফোন ১৭ প্রো মডেলেই এটি ছোট হবে, তবে সেই পরিবর্তন হয়নি। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ সিরিজেই অবশেষে আনা হতে পারে এ পরিবর্তন। অনেকেই এটিকে ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে দেখছেন।

 

আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। আইফোন ১৬ প্রো ও ১৭ প্রো নিয়েও এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তিটি এখনো বাজারের জন্য প্রস্তুত নয়। ফলে ফিচারটি হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে।

 

অর্থাৎ, আইফোন ১৮ সিরিজে এখনও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে, তবে সেটি থাকবে ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরে।

 

উল্লেখ্য, উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু ফিচার সঠিকভাবে ফাঁস করলেও, আইফোন ১৭ সংক্রান্ত কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

 

আইফোন ১৮ সিরিজ বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। ফলে আগামী মাসগুলোতে আরও নানা ফিচার ও গুঞ্জন সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com