ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চলমান এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনালের পথে বড় ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৬৮ রান তুলেছিল, যা বাংলাদেশ মাত্র এক বল হাতে রেখে তাড়া করে। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট যোগ হয়েছে এবং নেট রান রেট এখন +০.১২১।
বাংলাদেশের হাতে এখনো দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে টিম টাইগার্স। এই দুই ম্যাচে জয় নিশ্চিত করলে টাইগারদের ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হবে। তবে হারলেও জটিল শর্ত পূরণের মাধ্যমে ফাইনালে পৌঁছানো সম্ভব।
বাংলাদেশ যদি বাকি দুইটি ম্যাচ জিতে যায় তাহলে তো কথাই নেই, তবে অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থানটা সুবিধাজনকই থাকবে। এমনকি বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরে গেলেও সুপার ফোরের গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে।
সেক্ষেত্রে পাকিস্তান অথবা ভারতের কোনো একটি দলকে সবকটা ম্যাচে জিততে হবে, বাংলাদেশ বাদে বাকি দুই দলকে বড় ব্যবধানে হারাতে হবে। আর ভারত পাকিস্তান ম্যাচের হেরে যাওয়া দলটিকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, আর বাংলাদেশের বিপক্ষে অল্প ব্যবধানে জিততে হবে, সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। সেক্ষেত্রে একটি দলের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে।
তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ভারত আর পাকিস্তান দুই দলকে হারিয়েই ফাইনালে যেতে। এশিয়া কাপে সবশেষ দেখাতেও তো ভারতকে হারিয়েছিল টাইগাররা, সেটা যদিও ওয়ানডে ফরম্যাট ছিল। আর পাকিস্তানকে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। সেসব ম্যাচের পুনরাবৃত্তিই নিশ্চয় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর চাইবে বাংলাদেশ। আর তা হলেই ৭ বছর পর এশিয়া কাপের ফাইনালে খেলবে টাইগাররা।