ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যাবজ্জীবনের সাজা এড়াতে দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। নোয়াখালীর চাটখিলের একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
শনিবার রাত আনুমানিক ৮টায় চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০১২ সালের একটি হত্যা মামলায় আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডবিধির ৪৫৮ ও ৩৮০ ধারায় তাকে পৃথকভাবে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি যৌথ দল আসামি বেলালকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় নিশ্চিত করে এবং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে।
তিনি আরও জানান, তাকে চাটখিল থানার মাধ্যমে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।