দেশে বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন গোষ্ঠী : আসিফ নজরুল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে কি না— এ প্রশ্নে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘গত চার মাসে তার বিরুদ্ধে ১৭টি ভিডিও তৈরি করা হয়েছে। এমনকি ২০০ কোটি টাকা সংক্রান্ত এক অনিয়মে জড়ানো হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের জীবনে যত ধরনের কটু‑সমালোচনা তাকে শুনতে হয়েছে, তার চেয়ে মাত্র সাত মাসে এর চেয়ে বেশি কথাই শুনছেন। এসবের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেননি।

 

এসবের বিরুদ্ধে তিনি কোনো মামলা করেননি, কাউকে গ্রেপ্তার করতে বলেননি।’ একটি টক শো আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল ফ্যাসিস্ট সরকার ও তার দলের ক্যাডাররা। এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী।

 

একদল অন্য দলকে ‘ধর্মপ্রবণ’ বা ‘ধর্মীয় উন্মাদ’ বলছে, কেউ কেউ অন্যকে ‘নাস্তিক’ বলছে, আবার ভারত‑পকিস্তান‑দালাল‑শত্রু ইত্যাদি রটে যাচ্ছে। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানা অস্থিরতা, অনিশ্চয়তা থাকে। কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে।’ আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললে আসিফ নজরুল বলেন, ‘মব জাস্টিসকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে।

এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা নিয়ে সমালোচনার অবকাশ আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কখনো ভালো, কখনো খারাপ হয়েছে। এটার কার্ভ আছে, তবে অপরাধ প্রবণতা মোটামুটি নিয়ন্ত্রণে আছে।’ তিনি বলেন, ‘রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে যে সমাজ গড়ে তোলা হয়েছে, সেখানে এখনকার এই পরিস্থিতি কেন দেখা দিচ্ছে, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই তোলা হচ্ছে। ফলে এই অস্থিরতা ও বিশৃঙ্খলতা আরো গভীরভাবে অনুভব করা হচ্ছে।

 

যেন সমাজের অসুস্থতাগুলো আরো তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। প্রত্যাশিত মাত্রায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কেন সম্ভব হয়নি, এ প্রশ্নও অনেকের মনে।’ তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থতার পেছনে কারণও বিদ্যমান। প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ এক্ষেত্রে একটি বড় সমস্যা। বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিকীকরণ হয়েছে পুলিশ বাহিনীর ভেতরে। বিশেষ করে গোপালগঞ্জ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে। ১৫ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের শাসনামলে পুলিশের উচ্চপর্যায়ে যারা ছিলেন, তাদের অধিকাংশই ছিল আওয়ামী লীগের অনুগত। পরবর্তী সময় যারা বঞ্চিত ও অবহেলিত ছিলেন, তাদের বড় পদে বসানো হলেও বাস্তব অভিজ্ঞতা ও স্বাধীনতা অনেকেরই ছিল না। ফলে, পুলিশে পেশাদারিত্ব ফিরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

 

উপদেষ্টা আরো বলেন, ‘প্রত্যাশিত আইন-শৃঙ্খলা নিশ্চিত করা যায়নি, যদিও প্রচেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রায় একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, যা সংস্কার ও পরিবর্তন করতে সময় লাগছে।’

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

» পিআর হবে কিনা—সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

» উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর

» ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

» প্রশ্ন রিজভীর ইউনিভার্সিটির ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে?

» অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, কলকাতায় গ্রেফতার প্রযোজক

» সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

» টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

» ‘পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন গোষ্ঠী : আসিফ নজরুল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে কি না— এ প্রশ্নে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘গত চার মাসে তার বিরুদ্ধে ১৭টি ভিডিও তৈরি করা হয়েছে। এমনকি ২০০ কোটি টাকা সংক্রান্ত এক অনিয়মে জড়ানো হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের জীবনে যত ধরনের কটু‑সমালোচনা তাকে শুনতে হয়েছে, তার চেয়ে মাত্র সাত মাসে এর চেয়ে বেশি কথাই শুনছেন। এসবের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেননি।

 

এসবের বিরুদ্ধে তিনি কোনো মামলা করেননি, কাউকে গ্রেপ্তার করতে বলেননি।’ একটি টক শো আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল ফ্যাসিস্ট সরকার ও তার দলের ক্যাডাররা। এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী।

 

একদল অন্য দলকে ‘ধর্মপ্রবণ’ বা ‘ধর্মীয় উন্মাদ’ বলছে, কেউ কেউ অন্যকে ‘নাস্তিক’ বলছে, আবার ভারত‑পকিস্তান‑দালাল‑শত্রু ইত্যাদি রটে যাচ্ছে। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানা অস্থিরতা, অনিশ্চয়তা থাকে। কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে।’ আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললে আসিফ নজরুল বলেন, ‘মব জাস্টিসকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে।

এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা নিয়ে সমালোচনার অবকাশ আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কখনো ভালো, কখনো খারাপ হয়েছে। এটার কার্ভ আছে, তবে অপরাধ প্রবণতা মোটামুটি নিয়ন্ত্রণে আছে।’ তিনি বলেন, ‘রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে যে সমাজ গড়ে তোলা হয়েছে, সেখানে এখনকার এই পরিস্থিতি কেন দেখা দিচ্ছে, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই তোলা হচ্ছে। ফলে এই অস্থিরতা ও বিশৃঙ্খলতা আরো গভীরভাবে অনুভব করা হচ্ছে।

 

যেন সমাজের অসুস্থতাগুলো আরো তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। প্রত্যাশিত মাত্রায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কেন সম্ভব হয়নি, এ প্রশ্নও অনেকের মনে।’ তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থতার পেছনে কারণও বিদ্যমান। প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ এক্ষেত্রে একটি বড় সমস্যা। বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিকীকরণ হয়েছে পুলিশ বাহিনীর ভেতরে। বিশেষ করে গোপালগঞ্জ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে। ১৫ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের শাসনামলে পুলিশের উচ্চপর্যায়ে যারা ছিলেন, তাদের অধিকাংশই ছিল আওয়ামী লীগের অনুগত। পরবর্তী সময় যারা বঞ্চিত ও অবহেলিত ছিলেন, তাদের বড় পদে বসানো হলেও বাস্তব অভিজ্ঞতা ও স্বাধীনতা অনেকেরই ছিল না। ফলে, পুলিশে পেশাদারিত্ব ফিরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

 

উপদেষ্টা আরো বলেন, ‘প্রত্যাশিত আইন-শৃঙ্খলা নিশ্চিত করা যায়নি, যদিও প্রচেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রায় একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, যা সংস্কার ও পরিবর্তন করতে সময় লাগছে।’

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com