মধ্যরাতে ছুরিকাঘাতে চা দোকানদারকে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মধ্যরাতে ছুরিকাঘাতে এক চা দোকানদারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা দোকানদার।

 

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, রহমান মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে ঘরের বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর রহমান মিয়ার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রকিলা বেগম বলেন, রাতের বেলায় বাড়ির পাশে আমার ছেলের চিৎকার শুনে বের হয়ে দেখি ৩-৪ জন তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দৌড়ে চলে যাচ্ছে। নিহতের ভাই মো. ইমন মিয়া বলেন, রাত একটার দিকে ঘরে মোবাইল নিয়ে কাজ করছিলাম। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারতেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর

» ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

» প্রশ্ন রিজভীর ইউনিভার্সিটির ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে?

» অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, কলকাতায় গ্রেফতার প্রযোজক

» সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

» টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

» ‘পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

» সীমান্তে স্বামী-স্ত্রীসহ পাঁচ বাংলাদেশি আটক

» পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশের: জনগণের নির্বাচন ভাবনা জরিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মধ্যরাতে ছুরিকাঘাতে চা দোকানদারকে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মধ্যরাতে ছুরিকাঘাতে এক চা দোকানদারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা দোকানদার।

 

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, রহমান মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে ঘরের বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর রহমান মিয়ার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রকিলা বেগম বলেন, রাতের বেলায় বাড়ির পাশে আমার ছেলের চিৎকার শুনে বের হয়ে দেখি ৩-৪ জন তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দৌড়ে চলে যাচ্ছে। নিহতের ভাই মো. ইমন মিয়া বলেন, রাত একটার দিকে ঘরে মোবাইল নিয়ে কাজ করছিলাম। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারতেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com