ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সেজন্য বেকারত্ব দূর করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতীতের কোনো সরকার দেশের সার্বিক উন্নয়নে মনোযোগী হয়নি। তারা নিজেদের উন্নয়নের চিন্তায় মশগুল ছিল।
দুর্নীতি, স্বজনপ্রীতি, বিদেশে অর্থপাচার করাই ছিল অতীতের সরকারে থাকা দলগুলোর কাজ উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ-পাকিস্তান শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে স্বাধীন বাংলাদেশের শাসক গোষ্ঠী। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে আসছে। জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসির মঞ্চে গেছে তবুও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপাত্যবাদের দোসর ফ্যাসিবাদের কাছে মাথানত করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না। জামায়াতের কর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরো জীবন দেবে।
শাহবাগ-রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা দিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, ঢাকা-৮ সংসদীয় এলাকার জনগণ সুযোগ দিলে নতুন বাংলাদেশের মডেল হবে এই সংসদীয় এলাকা।
ড. হেলাল উদ্দিন বলেন, যানজট নিরসনে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করা হবে না। হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরিকল্পিতভাবে কাজ করলে কারোই ক্ষতি হয় না মন্তব্য করে তিনি বলেন, বেকারত্ব দূর করতে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। ফলে যানজনও নিরসন হবে, বেকারত্বও দূর হবে। সুন্দর সমাজ গড়ে তোলা সহজ হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ফুটপাতের একজন দোকানদার থেকে শুরু করে সুপার শপের একজন মালিক বা ব্যবসায়ী কাউকে একটি পয়সাও চাঁদা দিতে হবে না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করতে তিনি উপস্থিত ঢাকা-৮ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসন নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক শাহীন আহমেদ খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিন।