সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপ মানেই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আবেগ, উত্তেজনা আর অনিশ্চয়তার রঙে রাঙানো এক টুর্নামেন্ট। বাংলাদেশের জন্য এবারের আসরও তার ব্যতিক্রম নয়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল টাইগারদের সুপার ফোরে ওঠার স্বপ্ন। তবে ক্রিকেটে ভাগ্যের জোর বড় কিছু, সেটিই দেখা গেল আবার। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা শুধু নিজেদের টিকিয়ে রাখেনি, বাংলাদেশের জন্যও খুলে দিয়েছে সুপার ফোরের দরজা।

 

আজ সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের প্রতিপক্ষ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি সুপার ফোরের প্রথম লড়াই হলেও, এটি যেন আরেকটি নিদাহাস ট্রফির রিমেক। কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। নিদাহাস ট্রফি হোক বা এশিয়া কাপ, প্রতিটি টুর্নামেন্টেই এই দুই দলের লড়াই পরিণত হয়েছে মর্যাদা আর অহংকারের প্রতিযোগিতায়। এবারও তার ব্যতিক্রম নয়।

যাদের কারণে বাংলাদেশ টিকে আছে এবারের টুর্নামেন্টে, আজ তারাই প্রতিপক্ষ। সেই লঙ্কানদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিটন দাসের দল। সুপার ফোরে ভালো শুরুর পাশাপাশি, প্রতিদান দেওয়ার এক অদৃশ্য চাপও কাজ করবে টাইগারদের মধ্যে। এমন ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা।

 

এবারের এশিয়া কাপে এখনো ‘পারফেক্ট কম্বিনেশন’ খুঁজে পায়নি বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতি ম্যাচেই এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাই সেরা একাদশ খোঁজার চেষ্টায় থাকবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গাটা পাকা বললেই চলে। আগের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে তার সঙ্গী হিসেবে কে থাকবে সেটাই বড় প্রশ্ন। পারভেজ ইমন কিংবা সাইফ হাসানের মধ্যে একজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে।

 

এদিকে আজ বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। তার পরিবর্তনে একাদশে ফিরতে পারেন স্পিনার শেখ মাহেদি। ৪ নম্বরে ব্যাটিংয়ে নামার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের। স্পিনার নাসুম ও রিশাদ একাদশে নিশ্চিতভাবেই থাকছেন। বাংলাদেশ তাই দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে। তাসকিন ও মুস্তাফিজ সামলাবেন পেস আক্রমণ।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান/পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়/নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

» দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে আওয়ামী লীগ: মঈন খান

» ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

» পাউরুটি কীভাবে খেলে ওজন কমবে?

» সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

» প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

» সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

» অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

» পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

» কিমা পুরি তৈরির রেসিপি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপ মানেই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আবেগ, উত্তেজনা আর অনিশ্চয়তার রঙে রাঙানো এক টুর্নামেন্ট। বাংলাদেশের জন্য এবারের আসরও তার ব্যতিক্রম নয়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল টাইগারদের সুপার ফোরে ওঠার স্বপ্ন। তবে ক্রিকেটে ভাগ্যের জোর বড় কিছু, সেটিই দেখা গেল আবার। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা শুধু নিজেদের টিকিয়ে রাখেনি, বাংলাদেশের জন্যও খুলে দিয়েছে সুপার ফোরের দরজা।

 

আজ সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের প্রতিপক্ষ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি সুপার ফোরের প্রথম লড়াই হলেও, এটি যেন আরেকটি নিদাহাস ট্রফির রিমেক। কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। নিদাহাস ট্রফি হোক বা এশিয়া কাপ, প্রতিটি টুর্নামেন্টেই এই দুই দলের লড়াই পরিণত হয়েছে মর্যাদা আর অহংকারের প্রতিযোগিতায়। এবারও তার ব্যতিক্রম নয়।

যাদের কারণে বাংলাদেশ টিকে আছে এবারের টুর্নামেন্টে, আজ তারাই প্রতিপক্ষ। সেই লঙ্কানদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিটন দাসের দল। সুপার ফোরে ভালো শুরুর পাশাপাশি, প্রতিদান দেওয়ার এক অদৃশ্য চাপও কাজ করবে টাইগারদের মধ্যে। এমন ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা।

 

এবারের এশিয়া কাপে এখনো ‘পারফেক্ট কম্বিনেশন’ খুঁজে পায়নি বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতি ম্যাচেই এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাই সেরা একাদশ খোঁজার চেষ্টায় থাকবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গাটা পাকা বললেই চলে। আগের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে তার সঙ্গী হিসেবে কে থাকবে সেটাই বড় প্রশ্ন। পারভেজ ইমন কিংবা সাইফ হাসানের মধ্যে একজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে।

 

এদিকে আজ বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। তার পরিবর্তনে একাদশে ফিরতে পারেন স্পিনার শেখ মাহেদি। ৪ নম্বরে ব্যাটিংয়ে নামার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের। স্পিনার নাসুম ও রিশাদ একাদশে নিশ্চিতভাবেই থাকছেন। বাংলাদেশ তাই দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে। তাসকিন ও মুস্তাফিজ সামলাবেন পেস আক্রমণ।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান/পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়/নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com