দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভন্ডুল করতে চায় : আযম খান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন যারা পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন) নিয়ে আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভন্ডুল করতে চায়, তারা দেশের অশুভ শক্তি। এরা অগণতান্ত্রিক শক্তি, যারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের সম্পর্কে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আহমেদ আযম খান বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না এই প্রশ্নটি কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা আমি বুঝি না। আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন খুবই জরুরি। যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কেউই জাতীয় সংসদ নির্বাচনে পিআরের কথা বলেনি। কেউই বলেনি জাতীয় নির্বাচনে পিআর চালু করতে হবে। শুধু আপার হাউজের কয়েকটি দল এ দাবি করেছিল। বিএনপি বলেছিল এ বিষয়ে জাতি এখনও প্রস্তুত নয়, এজন্য সময় লাগবে। তবে এখন এই বিষয়টি নিয়ে ভাবার সময় নয়।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্র সামনে এগোবে না। দেশ উন্নয়নের পথে যেতে পারবে না। দেশের অর্থনীতির চাকা, যেমন এখন চলছে, তাতে বেশিদূর এগোনো যাবে না। এই চাকা সচল হবে না, দেশ সমৃদ্ধির পথে যেতে পারবে না। তাই আমি মনে করি, যে দুই-একটি দল পিআরের কথা বলছে বা নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা ফন্দি করছে তারা সঠিক পথ দেখাচ্ছে না। দেশের স্বার্থে তাদের নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআরের ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র ও নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান ও আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।

পরে তিনি উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

» দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে আওয়ামী লীগ: মঈন খান

» ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

» পাউরুটি কীভাবে খেলে ওজন কমবে?

» সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

» প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

» সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

» অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

» পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

» কিমা পুরি তৈরির রেসিপি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভন্ডুল করতে চায় : আযম খান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন যারা পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন) নিয়ে আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভন্ডুল করতে চায়, তারা দেশের অশুভ শক্তি। এরা অগণতান্ত্রিক শক্তি, যারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের সম্পর্কে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আহমেদ আযম খান বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না এই প্রশ্নটি কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা আমি বুঝি না। আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন খুবই জরুরি। যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কেউই জাতীয় সংসদ নির্বাচনে পিআরের কথা বলেনি। কেউই বলেনি জাতীয় নির্বাচনে পিআর চালু করতে হবে। শুধু আপার হাউজের কয়েকটি দল এ দাবি করেছিল। বিএনপি বলেছিল এ বিষয়ে জাতি এখনও প্রস্তুত নয়, এজন্য সময় লাগবে। তবে এখন এই বিষয়টি নিয়ে ভাবার সময় নয়।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্র সামনে এগোবে না। দেশ উন্নয়নের পথে যেতে পারবে না। দেশের অর্থনীতির চাকা, যেমন এখন চলছে, তাতে বেশিদূর এগোনো যাবে না। এই চাকা সচল হবে না, দেশ সমৃদ্ধির পথে যেতে পারবে না। তাই আমি মনে করি, যে দুই-একটি দল পিআরের কথা বলছে বা নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা ফন্দি করছে তারা সঠিক পথ দেখাচ্ছে না। দেশের স্বার্থে তাদের নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআরের ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র ও নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান ও আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।

পরে তিনি উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com