ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মাদারীপুরে রাকিব মাদবর(২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
শুক্রবার রাত ১টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার(৩২) ও একই উপজেলার কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এলাকা ও নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৮ আরও জানায়, মামলা মূলে দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়।
নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।