অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার শিক্ষা ক্ষেত্রে ও নৃত্যকলায় বিশেষ অবদানের সম্মাণনা স্বীকৃতি স্বরুপ সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন। ললিতা সরকার হলেন উজেলার গৈলা ইউনিয়নে সুজনকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ক্ষীতিশ চন্দ্র সরকার ও মেনকা সরকারের মেয়ে। তিনি বসুন্ধরা শুভসংঘের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন
ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে গত ১৩ সেপ্টেম্বর সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এর একযুগ পূর্তি উপলক্ষে ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহামুদ ফয়েজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মাদ আহসান উল্লাহ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, পরিবেশ ও উন্নয়ন কেন্দ্র (সিজিইডি) নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি মহাসচিব (চেয়ারম্যান) এম. গফুর উদ্দিন চৌধুরী, নেপাল কাঠমান্ডু রাষ্ট্রিকা সাহিত্য প্রতিষ্ঠান সভাপতি রিশাভ দেব গিমরে, ভারত কলকাতা কবি নজরুল গবেষক ড. দীপা দাস, সাউথ এশিয়ন সোশ্যাল কালচারাল ফোরাম পরিচালক আর কে রিপন, সাউথ এশিয়ন সোশ্যাল কালচারাল ফোরাম নির্বাহী পরিচালক এম এইচ আরমান চৌধুরী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারপতি ফয়সল মাহামুদ ফয়েজী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকারকে সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন। এছাড়াও প্রভাষক ললিতা নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য গত ১৫ সেপ্টেম্বর শিশুকলা একাডেমী মিলনায়তনে নৃত্যময় একাডেমী আয়োজিত নৃত্য প্রতিযোগিতা ও অবদানের জন্য চ্যাম্পিয়ন সেরার সেরা স্বর্ণপদক ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছেন।