ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। আশ্রিতদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার।
বুধবার দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তবর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।