ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে, একটি রাজনৈতিক দলের অধিকার নেই অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের জাজমেন্ট করার। এই রাইট জুডিশিয়াল লতে আছে বা এই রাইট ইসির থাকতে পারে।’
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপাস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাবিথ আউয়াল। ‘আওয়ামী লীগের দোসর’ অ্যখ্যা দিয়ে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।
এ বিষয়ে বিএনপির অবস্থান ধোঁয়াশে কিনা এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অবশ্যই জনগণের পক্ষে আছি, বিএনপির পক্ষে আছি। কাউকে নিষিদ্ধ করা বা ব্যান করার ব্যাপারে বিএনপির অবস্থান কিন্তু ভেরি ক্লিয়ার। ঘুরে ফিরে একটা জায়গায় আমরা চলে আসতেছি তা হলো এর প্রক্রিয়া এবং উদ্দেশ্য। কোন প্রক্রিয়াতে করতেছেন, জুডিশিয়াল প্রসেস ফলো করতেছেন কিনা অ্যান্ড এর উদ্দেশ্যটা কী।’
তিনি আরো বলেন, ‘বিএনপি বিশ্বাস করে যে পলিটিক্যাল পার্টির কোনো রাইট নেই আরেক পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার। তারা তো আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী। তার ওপরে আমি কেমনে একটা জাজমেন্ট দেব। এই রাইট জুডিশিয়াল ল’তে আছে বা এই রাইট ইসির থাকতে পারে।’
তাবিথ আউয়াল আরো বলেন, ‘আমরা বার বার পরিষ্কার হতে চাচ্ছি যে আমরা কী ফ্যাসিবাদ বিরোধ করার জন্য নিজেরাই ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেব, এটা তো হতে পারে না। ভুল সব সময় ভুল, ভুল কখনো সঠিক হতে পারে না।’