স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে ৩৬ ঘণ্টা পর দুই শিশু ও এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

 

আজ সকাল পৌনে নয়টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ধনু নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্পের কাছে লায়লা (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ও স্বজনরা তা উদ্ধার করেন।

এর আগে, শনিবার  দুপুরে নিখোঁজ শিশু উষামনি (৭) এর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে মাসুম মিয়ার মেয়ে সামিয়া (১১)। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেত্রকোনা ইউনিটের সহায়তায় শনিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া স্পিডবোটটির সন্ধান মেলেনি। এখন পর্যন্ত শুধু একটি চেয়ার উদ্ধার করা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে গাজিপুর ইউনিয়নের পাচহাট আন্ধার গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রী নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিরকা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ১২ জন নারী ও শিশু নিয়ে একটি স্পিডবোটে রওনা দিলে নদীতে অবৈধ ভিমজালে মাছ ধরার খোসা নৌকার সাথে সংঘর্ষ হয়।

 

এসময় খোসা নৌকায় থাকা ছাত্তার ও তার ছেলে জহিরুল ক্ষিপ্ত হয়ে স্পিডবোটে উঠে বোটচালককে মারধর করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে স্পিডবোটটি ধনু নদীতে ডুবে যায়। এতে আটজন সাঁতরে প্রাণে বাঁচলেও চারজন নিখোঁজ হন। প্রাণে বেঁচে ফেরা যাত্রী ফাতেমা জানান, অনুনয়-বিনয় সত্ত্বেও হামলাকারীরা বোট ডুবিয়ে দেন। এসময় তিনি নিজের সাত বছরের মেয়েকে হারান যার মরদেহ পরদিন উদ্ধার হয়।

 

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দুজন নিহত

» আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

» পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত অস্ত্রসহ গ্রেপ্তার

» টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

» ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

» কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে: সালাহউদ্দিন

» গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২৬ জন আসামি গ্রেফতার

» ফখরুল-আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিলো আদালত

» জামায়াতের আন্দোলন সরকারবিরোধী না : ব্যারিস্টার ফুয়াদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে ৩৬ ঘণ্টা পর দুই শিশু ও এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

 

আজ সকাল পৌনে নয়টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ধনু নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্পের কাছে লায়লা (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ও স্বজনরা তা উদ্ধার করেন।

এর আগে, শনিবার  দুপুরে নিখোঁজ শিশু উষামনি (৭) এর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে মাসুম মিয়ার মেয়ে সামিয়া (১১)। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেত্রকোনা ইউনিটের সহায়তায় শনিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া স্পিডবোটটির সন্ধান মেলেনি। এখন পর্যন্ত শুধু একটি চেয়ার উদ্ধার করা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে গাজিপুর ইউনিয়নের পাচহাট আন্ধার গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রী নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিরকা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ১২ জন নারী ও শিশু নিয়ে একটি স্পিডবোটে রওনা দিলে নদীতে অবৈধ ভিমজালে মাছ ধরার খোসা নৌকার সাথে সংঘর্ষ হয়।

 

এসময় খোসা নৌকায় থাকা ছাত্তার ও তার ছেলে জহিরুল ক্ষিপ্ত হয়ে স্পিডবোটে উঠে বোটচালককে মারধর করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে স্পিডবোটটি ধনু নদীতে ডুবে যায়। এতে আটজন সাঁতরে প্রাণে বাঁচলেও চারজন নিখোঁজ হন। প্রাণে বেঁচে ফেরা যাত্রী ফাতেমা জানান, অনুনয়-বিনয় সত্ত্বেও হামলাকারীরা বোট ডুবিয়ে দেন। এসময় তিনি নিজের সাত বছরের মেয়েকে হারান যার মরদেহ পরদিন উদ্ধার হয়।

 

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com