ফাইল ফটো
অনলাইন ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে খুনের এ ঘটনা ঘটেছে।
পুলিশ নিহত স্ত্রী রোকেয়া বেগম (৪৫) এর স্বামী জহির উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার দিবাগত রাতে জহির তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করে। সকালে ঘটনাটি জানাজানির পর জহিরকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে নিহত রোকেয়া বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।