ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু (২২) কে গ্রেফতার করেছে র্যাব-১।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) পারভেজ রানা জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে ১৩ বছর বয়সী নাবালিকা শিশুকে গণধর্ষনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈতক মিয়া ওরফে মনু পালিয়ে যায়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈকত মিয়াসহ অনান্য পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় মামলা করা হয়।
এ মামলার পর আমরা আসামিকে গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পলাতক আসামি সৈকত মিয়া ওরফে মনুকে ঢাকার ভাটারা থানার ৩০০ এক্সপ্রেসওয়ের ১ম যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।