ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি ঢাই মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কর্ণেশোনা এলাকায় জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
আজ সকালে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি চার হাজার ৬০০ টাকা কেজি দরে এক লাখ ৩ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়। এত বড় ওজনের ঢাই মাছটি দেখতে আড়তে মানুষের ভিড় জমে হয়।
জেলে জীবন হলদার বলেন, বৃহস্পতিবার ভোরে জাল তুলতেই ২২ কেজি ওজনের ঢাই মাছটি দেখতে পাই। আমাদের জীবনে এত বড় ঢাই মাছ আমরা কোনোদিন দেখিনি। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া আনু খায়ের মৎস্য আড়তে নিয়ে আসি। সেখানে চার হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছি। মৎস্য আড়ত থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, আমি ৪০ বছর ধরে আড়ত থেকে মাছ ক্রয় করি। আমার জীবনে এত বড় ঢাই মাছ দেখিনি। ঢাই মাছ সাধারণ ১০ থেকে ১২ কেজি পর্যন্ত হয়। কিন্তু ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাই মাছটি দেখে আমিও আশ্চর্য হয়েছি।
মাছটি কেজিতে ২০০ টাকা লাভে বিক্রি করে দেবেন বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, ২২ কেজি ওজনের ঢাই মাছ পাওয়া জেলেদের জন্য ভাগ্যের ব্যাপার। ঢাই মাছ সাধারণ বিলুপ্ত প্রজাতির মাছ।