আবু মুসা মোহন,রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মহিলা কলেজ রোড বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির পাশে সুরক্ষা রেলিং না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী, পথচারী ও যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করেন। রাস্তাটির পাশেই ডাকাতিয়া নদী থাকায় সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। বিশেষ করে মহিলা কলেজে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত রেলিং স্থাপন করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে অপ্রত্যাশিত দুর্ঘটনা।
পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে রেলিং স্থাপনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।