ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। সবশেষ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে শেষ ধাপের মাইগ্রেশনের ফলাফলও প্রকাশ করেছে ভর্তির কেন্দ্রীয় কমিটি।
এবার শুরু হবে চূড়ান্ত ভর্তি। আাগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে পারবেন। এ প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে নবাগতদের ক্লাস শুরু হবে।
গতকাল শুক্রবার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
রাত ৮টার দিকে প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির লক্ষ্যে সবশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে এ ফল পাওয়া যাচ্ছে।
এরপর আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করা যাবে।