ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  হাজারেরও অধিক লোক মহাসড়ক আটকে বিক্ষোভ করছে। আটকে গেছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক। অসংখ্য গাড়ি আটকা পড়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি, হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

 

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল থেকেই উত্তাল ভাঙ্গা। বিক্ষুব্ধ জনতা অখণ্ড ভাঙ্গার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

 

১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে ভাঙ্গা উপজেলা। ভাঙ্গা উপজেলা শহরের সাথেই লাগানো দুটি ইউনিয়ন হচ্ছে আলগী ও হামিরদী। সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের গেজেট বৃহস্পতিবার প্রকাশ হয়। এতে দেখা যায়, ভাঙ্গা পৌরসদরের সাথে লাগানো পশ্চিম ও উত্তর সীমানার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাথে একীভূত করা হয়েছে। পুরো ভাঙ্গা উপজেলা ২০০৮ সাল থেকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ছিলো। তার আগে ১৯৮৬ সাল থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত শুধু ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিলো। ভাঙ্গা উপজেলা কখনো খণ্ডিত হয়নি। সেখান থেকে দুটি ইউনিয়ন অন্য আসনে কেটে নেওয়া মানতে পারছেন না ভাঙ্গার সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। টক অব দা ভাঙ্গা উপজেলা হয়ে পড়েছে দুই ইউনিয়নকে বিচ্ছিন্ন করার বিষয়টি। সাধারণ মানুষের পাশাপাশি ফরিদপুর-৪ আসনের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনজন ইতোমধ্যে ফেসবুক লাইভে এসে দুই ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। আজ  মহাসড়ক আটকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমানের শোক

» বদরুদ্দীন উমর জুলাই আন্দোলনকে গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দিয়েছেন : প্রধান উপদেষ্টা

» জুলাইযোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে : ফারুক-ই-আজম

» সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নিজ রিসোর্ট থেকে গ্রেফতার

» ফ‍্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

» পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

» পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

» দেশে আইয়ামে জাহিলিয়াতের মতো ঘটনা ঘটছে : গোলাম মাওলা রনি

» আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম

» আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা, প্রশ্ন নুরের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  হাজারেরও অধিক লোক মহাসড়ক আটকে বিক্ষোভ করছে। আটকে গেছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক। অসংখ্য গাড়ি আটকা পড়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি, হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

 

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল থেকেই উত্তাল ভাঙ্গা। বিক্ষুব্ধ জনতা অখণ্ড ভাঙ্গার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

 

১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে ভাঙ্গা উপজেলা। ভাঙ্গা উপজেলা শহরের সাথেই লাগানো দুটি ইউনিয়ন হচ্ছে আলগী ও হামিরদী। সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের গেজেট বৃহস্পতিবার প্রকাশ হয়। এতে দেখা যায়, ভাঙ্গা পৌরসদরের সাথে লাগানো পশ্চিম ও উত্তর সীমানার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাথে একীভূত করা হয়েছে। পুরো ভাঙ্গা উপজেলা ২০০৮ সাল থেকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ছিলো। তার আগে ১৯৮৬ সাল থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত শুধু ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিলো। ভাঙ্গা উপজেলা কখনো খণ্ডিত হয়নি। সেখান থেকে দুটি ইউনিয়ন অন্য আসনে কেটে নেওয়া মানতে পারছেন না ভাঙ্গার সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। টক অব দা ভাঙ্গা উপজেলা হয়ে পড়েছে দুই ইউনিয়নকে বিচ্ছিন্ন করার বিষয়টি। সাধারণ মানুষের পাশাপাশি ফরিদপুর-৪ আসনের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনজন ইতোমধ্যে ফেসবুক লাইভে এসে দুই ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। আজ  মহাসড়ক আটকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com