ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনায় আসা বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সম্পর্কের টানাপোড়েন ধীরে ধীরে কাটছে বলে আভাস মিলেছে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই প্রকাশ করেন হাসনাত।
তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা— আমরা অবশ্যই স্বাগত জানাই।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার পর রুমিন ও হাসনাত একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় জড়ান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও তাদের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চলে।
এদিকে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন, সংস্কার ও বিচার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “শুধু নির্বাচন করলেই হবে না, দেশের জন্য সংস্কার ও বিচার অপরিহার্য। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।