ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়সারা নির্বাচন করার উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় কমিশনের নির্বাচনী সক্ষমতা নিয়েই গুরুতর সন্দেহ রয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এসব মন্তব্য করেন।
❝কমিশনের অভিজ্ঞতার অভাব, নির্বাচন হতে পারে একতরফা❞
ফুয়াদ বলেন, “কমিশনের নির্বাচনী প্রস্তুতি হতাশাজনক। ইসি বা কর্মকর্তাদের কারো নির্বাচনী অভিজ্ঞতা নেই। সুষ্ঠু নির্বাচন না করে যেভাবে নির্বাচন এগোচ্ছে, তাতে করে আসন্ন নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে একতরফা নির্বাচন।”
❝ভোটার বয়স কমিয়ে ১৭ করার দাবি❞
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “যাদের বয়স নির্বাচনের দিনে ১৭ পূর্ণ হবে, তাদেরও ভোটাধিকার দেওয়া উচিত। কিন্তু কমিশন এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।”
❝নির্বাচন হোক ‘জুলাই সনদ’ অনুসারে❞
ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘জুলাই সনদ’ অনুযায়ী হওয়া উচিত। আমরা চাই, এই প্রক্রিয়াকে ভিত্তি করে সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক। তারিখ পেছালেও আপত্তি নেই, কিন্তু ন্যায্যতা থাকতে হবে।”
❝রোডম্যাপ প্রশ্নবিদ্ধ, মনোনয়ন প্রক্রিয়ায় অস্পষ্টতা❞
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, “ইসির রোডম্যাপে রাজনৈতিক দলগুলো কীভাবে মনোনয়ন দেবে, তা স্পষ্ট করা হয়নি। এতে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী প্রচারণায় খরচ অনেক। ইসি যদি সাধারণ পোস্টার নির্ধারণ করত, তাহলে পরিবেশ রক্ষা হতো এবং অর্থের অপচয়ও কমত।”