ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এর আগে বিকেলে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রাত পৌনে ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে তিনি রওনা হন।”
খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতাল ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।