ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব বাগানটিলায় দাদী ও ফুফুকে জবাই করে হত্যা করেছে নাতি সাইফুল ইসলাম (৩৫)। চাঞ্চল্যকর এ হত্যার ৫ দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব কথা জেলার গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।
পুলিশ সুপার জানান, ঘটনার দিন রাতে জমিসংক্রান্ত ও আর্থিক দেনা পাওনা নিয়ে সাইফুলের সাথে দাদী আমেনা বেগম ও ফুফু রাহেনা আক্তারের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পরলে বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলাম (৩৫)। সে অকপটে তার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। একই সাথে পুলিশ ফুপি থেকে নিয়ে যাওয়া মোবাইলটি ও ব্যবহৃত দা উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এ হত্যার পর নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে পুলিশ সাইফুল হককে গ্রেফতার করে।