ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৭০ জনকে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) জনাব এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭১১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।