ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভারতের বিরোধী শিবিরের অন্যতম মুখ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্তমানে বিহারে “ভোটার অধিকার যাত্রা” কর্মসূচি নিয়ে জনতার মধ্যে ঘুরছেন। আজ রোববার বিহারের পূর্ণিয়া জেলায় তাঁর বাইক র্যালির সময় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ভিড়ের মধ্যে থেকে এক যুবক আচমকা এগিয়ে গিয়ে রাহুলের গালে চুম্বন করে বসেন।
হঠাৎ এ ঘটনায় প্রথমে স্তব্ধ হয়ে যান রাহুল। পরে নিরাপত্তারক্ষী ও কংগ্রেস কর্মীরা ওই যুবককে সরিয়ে দেন এবং সমর্থকদের একাংশ তাকে চড়ও মারেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি ভিডিও হয়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলের শীর্ষ নেতার চারপাশে নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের ফাঁকফোকর রয়ে গেল, তা গভীর উদ্বেগের বিষয়। তাদের অভিযোগ, যদি এ ঘটনার উদ্দেশ্য ভিন্ন হতো তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।
উল্লেখ্য, রাহুলের এ কর্মসূচি শুধু সাধারণ রোড শো নয়। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে (এসআইআর) সাধারণ মানুষের নাম বাদ পড়তে পারে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই প্রেক্ষাপটে মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে রাহুল গান্ধী ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
বাইক র্যালিটি ছিল আরারিয়া থেকে পূর্ণিয়া পর্যন্ত। পথে হাজারো মানুষ দাঁড়িয়ে রাহুল ও তেজস্বীকে স্বাগত জানান। এ সময় লাল জামা পরা এক যুবক আচমকা বাইক থামিয়ে রাহুলের কাছে পৌঁছে যান। ঘটনাস্থলে আতঙ্ক ছড়ালেও রাহুল পরে শান্তভাবে এগিয়ে যান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনাটি রাহুলের যাত্রাকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে একই সঙ্গে বিরোধী নেতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যা ভারতের ভেতরেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিতে পারে। সূএ : বাংলাদেশ প্রতিদিন