ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।