ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুষ্টিয়া জেলার মিরপুরের সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলায় মিলন হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-২। শনিবার রাতে সাভারের তেতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
ফিরোজ আহম্মেদ (৫৮) পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক, মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক।
আসিফ তপু জানান, গত ১১ আগস্ট ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তার পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তার শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আহম্মেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ট্রমা সেন্টার এ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার প্রেক্ষিতে তার ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।