ফাইল ফটো
অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঝালকাঠির কলেজমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, আসামি মাসুমের বিরুদ্ধে তিনটি মামলায় তিনটি ওয়ারেন্ট ছিল। যার মধ্যে একটি মাদক মামলায় তার ৫ বছরের সাজা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।