ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এ দেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছেন। শেখ হাসিনার নীতি ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’ এই একদলীয় স্বৈরশাসনের হাত থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। তবে তারা আর কোনো নতুন জিম্মিদশায় বন্দি হতে চায় না। চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে চাইলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কুরআন-সুন্নাহর বিধান চালু করতে পারলে তবেই মানুষের প্রকৃত মুক্তি সম্ভব। তবেই দেশে এবং মানুষের ব্যক্তি জীবনে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং একই সঙ্গে অধিকার আদায়ের আন্দোলনও চালিয়ে যাব। দেশের মানুষ পিআর পদ্ধতির গুরুত্ব বুঝলেও অনেক রাজনৈতিক দল এখনো সেটি বুঝতে চায় না। এর মানে তারা পুরনো স্বৈরতান্ত্রিক নীতিই বজায় রাখতে চায়। তবে আমরা বিশ্বাস করি, জনগণ এই ধরনের অন্যায় নীতি ও আদর্শকে প্রত্যাখ্যান করবে না।’
তিনি বলেন, ‘মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। এই ধরনের নেতৃত্বই সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামি এমন নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গঠনের কাজ করে যাচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের (কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি), অধ্যাপক রফিকুল ইসলাম।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম; নায়েবে আমীর ও রাজশাহী-২ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর; সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল; সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার; ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ; শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স; অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট; যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।