ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে: চরমোনাই পীর

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক :  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনী পদ্ধতি চূড়ান্ত না করে নির্বাচন আয়োজন অর্থহীন।

 

২০ আগস্ট বুধবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ, এবং আশা রাখছি ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে৷

 

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর কিছু আইনগত অগ্রগতি দেখা গেলেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি; বরং চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে, যেখানে বিএনপির জড়িত থাকার প্রমাণ তাদের নিজস্ব বহিষ্কার সিদ্ধান্তেই স্পষ্ট। তাই বিএনপিকে দায় স্বীকার করে ভেতরের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের নেতিবাচক প্রভাব এখনও দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে রেখেছে, যা প্রতিহত করতে হলে শালীন ও শিষ্ট আচরণ অপরিহার্য। পিআর ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পথ তৈরি হবে, ক্ষমতা কেন্দ্রীকরণ কমবে এবং রাজনৈতিক সংলাপের পরিবেশ ফিরে আসবে।

 

এছাড়া, ফেনীবাসীর দুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন, বন্যা ও পরিবেশগত সংকটে জনগণ কষ্টে আছে, তাই টেকসই ও বিজ্ঞানসম্মত বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা উমামার

» ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে: চরমোনাই পীর

» নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আসিফ মাহমুদ

» মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল

» বাল্য বিয়ে মুক্ত ঘোষণা হলো ইসলামপুরে ৪ ইউনিয়ন

» বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা

» আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও শোভাযাত্রা

» প্রাইম ব্যাংক ও বাংলামার্ক মোটরটেক-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

» ইসলামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপন

» ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে: চরমোনাই পীর

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক :  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনী পদ্ধতি চূড়ান্ত না করে নির্বাচন আয়োজন অর্থহীন।

 

২০ আগস্ট বুধবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ, এবং আশা রাখছি ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে৷

 

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর কিছু আইনগত অগ্রগতি দেখা গেলেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি; বরং চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে, যেখানে বিএনপির জড়িত থাকার প্রমাণ তাদের নিজস্ব বহিষ্কার সিদ্ধান্তেই স্পষ্ট। তাই বিএনপিকে দায় স্বীকার করে ভেতরের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের নেতিবাচক প্রভাব এখনও দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে রেখেছে, যা প্রতিহত করতে হলে শালীন ও শিষ্ট আচরণ অপরিহার্য। পিআর ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পথ তৈরি হবে, ক্ষমতা কেন্দ্রীকরণ কমবে এবং রাজনৈতিক সংলাপের পরিবেশ ফিরে আসবে।

 

এছাড়া, ফেনীবাসীর দুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন, বন্যা ও পরিবেশগত সংকটে জনগণ কষ্টে আছে, তাই টেকসই ও বিজ্ঞানসম্মত বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com