সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির গৌরবোজ্জ্বল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে বুধবার (২০ আগস্ট) বিকেলে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সহ-সংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পরিষদ ও ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরিফের সভাপতিত্বে দাওয়াত মিশনের প্রধান দায়িত্ব পালন করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও মিশন সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি রবিউল ইসলাম রবি তাঁর বক্তব্যে বলেন, “জাতির আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিকতা চর্চা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জাকের পার্টির আদর্শকে ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছাত্রফ্রন্টের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত থেকে জাতিকে সুপথে পরিচালিত করা। এই ৩৬ বছরের অর্জন আমাদের নতুন প্রেরণা যোগাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে।”
Facebook Comments Box