ফাইল ফটো
অনলাইন ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৯৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, অন্যান্য ঘটনায় ৬৬২ জনসহ ২৪ ঘণ্টায় মোট ১৭৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৯৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৬২জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৫৪ জনকে।
অভিযানিক কার্যক্রমে বার্মিচ চাকু ২টি, এলজি ১টি, ছোরা ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ১টি উদ্ধার করা হয়েছে।