আবু মুসা মোহন:-দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে এ মানববন্ধন হয়।
বক্তারা বলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হলে সাংবাদিকদের ওপর আর কোনোভাবে দমন-নিপীড়নের সাহস দেখাতো না কেউ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো নৃশংস ঘটনারও পুনরাবৃত্তি হতো না। সাংবাদিকদের ওপর চাপিয়ে দেওয়া কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।”
তারা আরও বলেন,
“সাংবাদিকদের কাজের স্বাধীনতা সীমিত করা হলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটবে। দুর্নীতি, লুটপাট ও অনিয়মে ভরে যাবে রাষ্ট্রযন্ত্র। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বপালনের পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব ও কর্তব্য।”
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।
সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন মত ও ডেইলি সান প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি অ আ আবীর আকাশ।
এসময় বক্তব্য দেন—
দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা টিভি প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল
দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল, ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির
জাতীয় অর্থনীতি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার
দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান
গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট নূর মোহাম্মদ
দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব
দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু
দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন—
মোঃ রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র ও ডেইলি ব্যানার), ফয়জুর রহমান রকি (দৈনিক সাহস), মনির হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিজাম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), নাজমুল হোসেন (দৈনিক ঢাকা), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), শিমুল হোসেন (দৈনিক কালের সমাজ), নিশান হোসেন (দৈনিক আমার বাংলা), রাশেদুল ইসলাম (দৈনিক মাতৃজগত)সহ বহু সাংবাদিক, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফারভেজ খান প্রমুখ।