নারীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১ এর  স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম জানান, আসামিকে র‍্যাব গ্রেফতার করে বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির বরিশাল থেকে আসামিকে নিয়ে আসার জন্য রওনা করছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে ওসি জানান।

 

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে  অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নীরবকে আটক করা হয়।

 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথের (সওজ)  স্টাফকোয়ার্টার থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সাবিনা ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে ও মো. রুবেলের স্ত্রী। তাদের সংসারে এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৮ আগস্ট সকাল ১০টার দিকে সাবিনা আক্তার লাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে খবর পেয়ে তার স্বামী রুবেল শিমরাইল সওজ স্টাফ কোয়ার্টারের একটি টিনশেড ভাড়া বাসায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান।

 

র‍্যাব জানায়, নীরব ওরফে নাজিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং কৌশলে সাবিনাকে ডেকে নিয়ে ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিভিন্ন দূতাবাস থেকে কেন সরানো হলো রাষ্ট্রপতির ছবি?

» চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা

» ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

» জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

» জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি : ড. তাহের

» মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গুলশান থেকে গ্রেপ্তার

» এ দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হতে না পারে : তারেক রহমান

» বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

» শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: তথ্য উপদেষ্টা

» নানী বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১ এর  স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম জানান, আসামিকে র‍্যাব গ্রেফতার করে বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির বরিশাল থেকে আসামিকে নিয়ে আসার জন্য রওনা করছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে ওসি জানান।

 

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে  অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নীরবকে আটক করা হয়।

 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথের (সওজ)  স্টাফকোয়ার্টার থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সাবিনা ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে ও মো. রুবেলের স্ত্রী। তাদের সংসারে এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৮ আগস্ট সকাল ১০টার দিকে সাবিনা আক্তার লাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে খবর পেয়ে তার স্বামী রুবেল শিমরাইল সওজ স্টাফ কোয়ার্টারের একটি টিনশেড ভাড়া বাসায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান।

 

র‍্যাব জানায়, নীরব ওরফে নাজিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং কৌশলে সাবিনাকে ডেকে নিয়ে ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com