ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সাইফ হাসান ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় দল। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও বাকিরা নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দল ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২২৭ রান। ওপেনার খাজা নাফায় ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান, আরেক ওপেনার ইয়াসির খান ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতেই আসে ১১২ রান। মিডল অর্ডারে আব্দুল সামাদ মাত্র ২৭ বলে ১ চার ও ৫ ছক্কায় করেন ৫৬, অধিনায়ক ইরফান খান নিয়াজি খেলেন ১২ বলে ২৫ রানের ক্যামিও।
বাংলাদেশের বোলাররা ছিলেন ব্যয়বহুল। হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, রাকিবুল হাসান ৪৩ রানে ১ উইকেট, মাহফুজুর রহমান রাব্বি ৩ ওভারে ৩৯ রানে ১ উইকেট নেন। সাইফ হাসানের করা একমাত্র ওভারেই খরচ হয় ২৬ রান।
২২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করে ফেরেন নাঈম শেখ। এরপর সাইফ হাসান ও জিসান আলম জুটি গড়ে দলকে কিছুটা টেনে তোলেন। পাওয়ার প্লেতে আসে ৭৪ রান, কিন্তু জিসান (১৭ বলে ৩৩) আউট হওয়ার পরই ভেঙে পড়ে ইনিংস।
আফিফ হোসেন করেন মাত্র ৬ রান। সাইফ হাসান ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় দলের সর্বোচ্চ ৫৭ রান করেন। অধিনায়ক নুরুল হাসান ১৬ বলে ২২ রান যোগ করেন। শেষদিকে কেউই প্রতিরোধ গড়তে না পারায় ১৬.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।