ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিলেট নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজাদ নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বিকেল ৫টার দিকে নগরীর খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত আজাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুল হক জানান, সিলেটের এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।