সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান আলোচনাগুলো সফল হবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, ভূখণ্ডসংক্রান্ত কয়েকটি জটিল বিষয় এখনো মীমাংসা হয়নি।
গতকাল রবিববার বিকেলে ফ্লোরিডায় ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে তিনি ও জেলেনস্কি চুক্তির অনেক কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন। তবে তিনি স্বীকার করেন, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের ভবিষ্যৎ সবচেয়ে জটিল ও অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে।
দুই নেতা জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চল নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনো কয়েকটি কঠিন সিদ্ধান্ত ও সমঝোতার প্রয়োজন রয়েছে। তবে ট্রাম্প ও জেলেনস্কি দুজনেই শান্তিচুক্তি সম্পন্নের বিষয়ে বিস্তারিত কিংবা সময়সীমাও নির্ধারণ নিয়েও জানাননি।
এদিকে, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। কিন্তু এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থানে থেকে জানান, প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি অর্জন হয়েছে। তার আশা, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউরোপীয় দেশগুলোও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: রয়টার্স








