এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের
কচুয়া উপজেলার শোলারকোলা এলাকায় পাকা রাস্তার পাশ থেকে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় ৫ চোরেেকৗ হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। তবে আরও দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
গতকাল দুপুর আনুমানিক ৩টার দিকে কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের হানিফ শেখের পুত্র ভুক্তভোগী আলভীর শেখ (৪৩) জানান যে,আমার স্ত্রী শামিনুর বেগম প্রতি দিনের ন্যায় ওই দিনও দুপুরে ছাগল চরাতে পাকা রাস্তার পাশে যান এবং কিছু সময় পর ছাগল রেখে বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর স্থানীয় দোকান্দার খাদিজা বেগম ও তার ছেলে জাহিদুল শেখ চোরদের ছাগল তুলে অটোরিকশায় করে নিয়ে যেতে দেখে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।তাৎক্ষণিক গিয়ে দেখা যায়, চোরেরা একটি কালো রং এর ছাগল যার মূল্য ১৪ হাজার টাকা ও একটি সাদা রং এর ছাগল যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিল।
স্থানীয়রা ধাওয়া করে ছাগল ও ছাগলচোর এবং চোরদের বহনকারী অটো রিকশা সহ ৫ জনকে আটকে রেখে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ছাগলের মালিক বাদী হয়ে আটকৃত পাঁচ চোরের নাম উল্লেখ করে কচুয়া থানায় ১টি মামলা করেন। আটকৃত আসামিরা হলো মীর কাইয়ুম হাসান সুমন (৩০), পিতা: মৃত মীর জাহিদ হাসান, সাং: নোনাডাঙ্গা, মোঃ রাজু শেখ (৩২), পিতা: মৃত ইন্নবাজ শেখ, সাং: সালতলা, মোঃ রাতুল শেখ (২৬), পিতা: খোকন শেখ, সাং: সালতলা,সামিউল আজিম শ্রাবণ ও আভাশ (২৫), পিতা: মোঃ সামাদ শেখ, সাং: নোনাডাঙ্গা, শেখ ইমন (১৯), পিতা: ইমরান শেখ। এছাড়াও চুরির সহায়তায় ব্যবহৃত অটোর রিক্সার চালক মোঃ ইমদাদ শেখও আটক হয়।
এ ঘটনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, উদ্ধারকৃত ছাগল দুটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পুলিশ প্রটোকলের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।