শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু’র স্ত্রী ফারহানা ইসলাম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। ফারহানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত (মতিঝিল এলাকা) নারী ওয়ার্ডের কাউন্সিলর।
শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এলোপাতাড়ি গুলিতে নিহত হন টিপু। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান যানজটে আটকে থাকা বদরুণনেছা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) এবং গুরুতর আহত হন টিপুকে বহন করা মাইক্রোবাসের চালক।
প্রত্যক্ষদর্শী, আশপাশের দোকানি ও পুলিশ সূত্র বলছে, ঘটনার সময় শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে ছিল জাহিদুলকে বহন করা মাইক্রাবাসটি। হঠাৎ সড়কের উল্টো দিক থেকে (সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে) মুখোশধারী (কেউ বলছেন হেলমেট পরা) দুই দুর্বৃত্ত এসে জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাইক্রোবাসের কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে। চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। ঘটনার আকস্মিকতায় সড়কে থাকা লোকজন দিকবেদিক ছোটাছুটি শুরু করে।
ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল থেকে গুলির খোসা, মাইক্রোবাসের কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শাহজাহানপুর থানার এসআই মো. হায়াত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের দ্রুত শনাক্ত করার যাবে বলে তিনি আশাবাদী।
পুলিশ জানায়, নিহত টিপু যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়ে অনেক দিন কারাগারে ছিলেন তিনি। পরে জামিনে মুক্ত হন।