ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯শ গ্রাম গাঁজাসহ মাছুম শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ
আজ সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার রোডের ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে মাছুম শেখেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
ইন্দুরকানী থানা ওসি মো. মারুফ হোসেন বলেন, চন্ডিপুরের মধ্য কলারন এলাকা থেকে প্রায় ১ কেজি গাঁজাসহ মাছুম শেখকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।