সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি রয়েছে। তিনি ঢাকা ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ড স্বতন্ত্র মহিলা কাউন্সিলর পার্থী ছিলেন। তবে এতে গ্রেপ্তার বাকি ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।