ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নৌকাযোগে সিরাজগঞ্জের যমুনা নদী পার হওয়ার সময় গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন চোরকে গুরুতর অসুস্থ অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের নাম রাশেদুল ও রাজ্জাক জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আটককৃতরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। আহত অবস্থায় তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাজিপুর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মন্টু মিয়া জানান, রবিবার (৩ আগস্ট) দুপুরে সারিয়াকান্দির চর এলাকায় গরু চুরির বিষয়টি জানতে পেরে তিনি কাজিপুরের বিভিন্ন ঘাট এলাকায় লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানান। বিকাল সাড়ে ৩টার দিকে ঘোড়াগাছা চরে চোরদের নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পরে চোররা আমনমেহার চরের দিকে পালাতে গেলে পাচঠাকুরী এলাকায় ধরা পড়ে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, দুই চোরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু ও নৌকা থানার হেফাজতে রয়েছে।
সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, ‘পালিয়ে থাকা চোররা কাশবন থেকে বের হলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। বাকি একজন এখনো পলাতক। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।