রাজধানীতে পাইলিংয়ের পাইপ মাথায় পড়ে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুলের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার উত্তর কিশোর গ্রামে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।
নিহতের সহকর্মী সাইদুল ইসলাম বলেন, আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলাম। এসময় পাইলিংয়ের একটি পাইপ শফিকুল ইসলামের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।