সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে অংশ নিতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় আফিদা-সাগরিকা নেতৃত্বাধীন দলটি। থাইল্যান্ডে এক ঘণ্টা ৩০ মিনিটের যাত্রা বিরতির পর নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছে যায় দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটু জানান, ‘আলহামদুলিল্লাহ, সবাই সুস্থভাবে লাওসে পৌঁছেছি। আগামীকাল সকাল থেকেই আমরা অনুশীলন শুরু করবো। দেশবাসীর দোয়া ও সমর্থন আমাদের প্রয়োজন, যেন ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারি।’
বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, তিমুরলেস্তে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। আগামী ৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ৮ আগস্ট প্রতিপক্ষ হবে তিমুরলেস্তে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
চার দলের এই গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দল সরাসরি উঠবে চূড়ান্ত পর্বে। এছাড়া বাছাইয়ের অন্যান্য গ্রুপ থেকে সেরা তিন রানার্স আপ দলও পাবে মূল পর্বে খেলার সুযোগ।
দক্ষিণ কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে বিবেচনায় রেখে বাংলাদেশের লক্ষ্য এবার রানার্স আপ হওয়ার দিকেই। তবে সেই লক্ষ্য পূরণে লাওসের বিপক্ষে প্রথম ম্যাচটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।