সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরা ২ কেজি ৪০০ গ্রামের একটি ইলিশ ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২ আগস্ট) ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর ৫ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. শাহজাহান সেখ।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান সেখ বলেন, শুক্রবার রাতে পদ্মা নদীর চর কর্ণেশন কলাবাগান এলাকা থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়ে রাজা ইলিশটি। জেলে জাহাঙ্গীরের কাছ থেকে মাছটি আমি প্রতি কেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১২ হাজার ৪৮০ টাকায় কিনি। পরে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ২০০ টাকায় ঠাকুরগাও জেলায় বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এখন বেশিরভাগ পাঙাশ মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।