সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ কর্মসূচীর আওতায় গতকাল শুক্রবার দুপুরে ছিল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ অনুষ্ঠান শেষে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন বর্জ্য নেতাকর্মীদের নিয়ে অপসারণ করেন বিএনপি নেতারা।
জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচী আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার দুপুর তিনটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক আর সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তফা জামান।