ফাইল ফটো
অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর আজমনগরে মোহাম্মদ সুহায়েত নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক সুহায়েত (৩৫) বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।
শুক্রবার রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক আজমনগর স্কুলের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, সড়কের পাশে সুহায়েত একা দাঁড়িয়েছিল। হঠাৎ একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়। গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কেন এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।