সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দিবাগত রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাইদুল ইসলাম পাঁচ বছর বয়সের ওই শিশুকে উত্তর শ্রীপুর এলাকার এক বসতবাড়ির পার্শ্বে ঘরের ডিপির আড়ালে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ১০ জুলাই ভুক্তভোগী ও শিশুর মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। তখন থেকে সাইদুল আত্মগোপনে ছিলেন। পরে আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রথম প্রহরে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-১ ঢাকা উত্তরা ক্যাম্পের যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানা এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।