ফাইল ছবি
অনলাইন ডেস্ক : হাজারীবাগে পূর্বশত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রওশন আরা হাজারীবাগের ৫ নম্বর কালু নগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।