সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। আজ রবিবার নিজ ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, দলের জোট প্রক্রিয়া ও সিদ্ধান্তের প্রতি তার অবিশ্বাস ও অনাস্থা প্রধান কারণ। তিনি আশ্বস্ত করেন, সকল সমর্থকদের পাঠানো ডোনেশন ধীরে ধীরে ফেরত দেবেন।
তাজনূভা জাবীন বলেন, এনসিপি-জামায়াত জোটের প্রক্রিয়া রাজনৈতিক কৌশল হলেও বাস্তবে এটি ধাপে ধাপে সাজানো একটি পরিকল্পনা। তিনি অভিযোগ করেন, ১২৫ মনোনয়নপ্রার্থী থেকে হঠাৎ মাত্র ৩০ আসনে সমঝোতা করা হয়েছে, যা বাকি প্রার্থীদের নির্বাচনের সুযোগ সীমিত করেছে।
তিনি উল্লেখ করেন, শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক ‘মাইনাসের রাজনীতি’ চলে আসছে, যা দলের স্বকীয়তা ও মধ্যপন্থার রাজনীতি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাজনূভা জাবীন বলেন, বর্তমান এনসিপি আর সেই এনসিপি নেই, জবাবদিহির কথা থাকলেও ভিন্নমত পোষণকারীদের দমন করা হচ্ছে।
তাজনূভা জাবীন জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। পদত্যাগের পর তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তার আন্দোলন ও আওয়াজ আরও জোরালোভাবে চলবে। তিনি দুঃখ প্রকাশ করে জানান, এটি তার জন্যও সহজ সিদ্ধান্ত ছিল না, তবে নিজের আত্মসম্মান ও নৈতিকতার কারণে এটি প্রয়োজন।
তিনি আশ্বাস দিয়েছেন, সমর্থকদের পাঠানো প্রতিটি পয়সা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে। সমর্থকদের ভালোবাসা ও সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ।








